কর্কট (২২ জুন – ২২ জুলাই)

কর্কট

কর্কট (২২ জুন – ২২ জুলাই)

শুভ রং: সাদা, সোনালি, সবুজ
শুভ সংখ্যা: ২
পাথর: মুক্তা, ক্যাটসআই
টোটকা:

শুভ দিন : সোম, মঙ্গল ও বৃহস্পতিবার
শুভ ধাতু : রুপা, স্বর্ণ
শুভ সঙ্গী/সঙ্গিনী : মীন, বৃশ্চিক, বৃষ।

কর্কট রাশির জাতক
জীবনকে পুরোপুরি উপভোগের সবগুলো পথ বুঝি কর্কটই সবচেয়ে ভালো জানে। অন্য কোনো রাশিই কর্কটের মতো এতটা কৌতুকপ্রিয় নয়। আর তার শান্ত, সুবোধ বহিরাবরণ ভেদ করে মজার মানুষটা যদি একবার দুঃসাহসিকভাবে জেগে ওঠে তাহলে তো কথাই নেই। চন্দ্রের রসিকতাবোধ সব সময়ই গভীর। এটা কখনই সস্তা কিংবা অতিরঞ্জিত নয়, কেননা মানুষের আচরণ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে তবেই এই রসিকতা তারা করে। কর্কটের হাসি পাগল করা। আর এ হাসি অদম্যভাবে সংক্রামক। কর্কট যখন পার্টির কেন্দ্র হওয়ার ভাবাবেগে থাকে, তখন তাকে চিনে নেওয়া যায় সহজে। কর্কটের বিষণ্নতা খুবই গভীর। কর্কট তার স্বাভাবিক ভয়-ভীতিগুলো তার দুষ্টুমিভরা পাগলামি আর কৌতুক দিয়ে আচ্ছাদিত করে রাখে। কিন্তু তারপরও সেই ভয়গুলো দিনে কি রাতে তার মনের মধ্যে অনর্থক কোনো আশঙ্কা কিংবা নামহীন বিপদের শঙ্কা হয়ে ছায়ার মধ্যে জেগে থাকে। কর্কটরাই পারে কল্পনার মাধুরী মিশিয়ে সবচেয়ে সুন্দর কোনো স্বপ্ন নিয়ে তারাদের রাজ্যে ঘুরে বেড়াতে। জীবন তাদেরকে যা কিছু শিখিয়েছে কিংবা ইতিহাস মানবজাতিকে যা কিছু শিখিয়েছে, তার কোনোটাই তারা ক্ষণিকের জন্য বিস্মৃত হয় না। একজন কর্কট তার অতীতকে পোষণ করে, আর তারা সাধারণত খুবই গভীরভাবে দেশপ্রেমিক। কর্কটেরা প্রত্নতত্ত্ববিদদের মতো মানসিকতার গভীর থেকে গভীর পর্যন্ত শুধু অদ্ভুত সুন্দর সবকিছু খুঁজে চলে। প্রত্যেক কর্কটেরই অভিব্যক্তি প্রকাশের ক্ষেত্রে একটা বিস্ময়কর ক্ষমতা রয়েছে। আর কল্পনার উপর কর্কটদের নিয়ন্ত্রণ এতই মাধুর্যময় আর তাদের ভাবাবেগও এতই তীব্র যে, তারা আপনাকেও কল্পনার জগতটা দেখিয়ে দিতে পারবে। তাদের কল্পনাজুড়ে থাকে সুখ-দুঃখ, ভয়, সহানুভূতি, আনন্দ আর যন্ত্রণা। তার দ্রুত স্মৃতিচারণক্ষম মস্তিষ্ক এসব অনুভূতিগুলো সহজেই খুঁজে নেয়।

কেমন যাবে ২০২৫ সাল
এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায়, পারিবারিক ক্ষেত্রে সমস্যা দেখা দিলেও নিজের চেষ্টায় তার সমাধান করতে সমর্থ হবেন। তবে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। বন্ধুরা সক্রিয় সহযোগিতা করবেন। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্যে বিরুদ্ধ পরিস্থিতি অনেকাংশে আয়ত্তে আসবে। দাম্পত্য ক্ষেত্রে একাধিক বার অশান্তির সম্ভাবনা দেখা যায়। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্য ভাল যাবে না। একাধিক বার শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। পিতামাতার স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানদের উন্নতি আপনাকে আনন্দ দেবে। শিক্ষার্থীদের উন্নতির সম্ভাবনা বিদ্যমান। সচেষ্ট হলে আশাতীত উন্নতির সুযোগ আসবে। উচ্চশিক্ষায় যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। বিজ্ঞান বিষয়ক শিক্ষার্থীরা যথেষ্ট উন্নতি করতে সমর্থ হবেন। এ বছর বাসস্থান সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। এ বছর ভ্রমণের সুযোগ আসবে।

এ বছর স্বাস্থের ব্যাপারে মিশ্রফল লাভের যোগ। রক্তচাপজনিত সমস্যায় কষ্ট পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিক বার আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। শ্লেষ্মা সংক্রান্ত পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। পু্রনো রোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বছর আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। সচেষ্ট হলে আর্থিক ক্ষেত্রে যথেষ্ট সুফল পেতে পারেন। অর্থ উপার্জনের ক্ষেত্রে কোনও প্রভাবশালীর সাহায্য লাভ করবেন। নিজের ও পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা আছে। আয়ের তুলনায় ব্যয় কম হবে। সম্পত্তি সংক্রান্ত সমস্যা অনেকাংশে হ্রাস পাবে। নতুন সম্পত্তি ক্রয়ের সুযোগ আসবে। পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যেতে পারে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। তবে যৌথ সম্পত্তির ক্ষেত্রে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। এ বছর চাকরির ক্ষেত্রে আশানুরূপ উন্নতির সম্ভাবনা রয়েছে। কর্তৃপক্ষের সুনজরে এসে পদোন্নতি ও আর্থিক উন্নতির সুযোগ মিলবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা বৃদ্ধি পেতে পারে। এ বছর ব্যবসায় যথেষ্ট উন্নতি করার সুযোগ আসবে। তবে অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সাময়িক মনোমালিন্য হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগের ক্ষেত্রে সুফল লাভ হতে পারে। যাঁরা ধাতুর ব্যবসায় যুক্ত, তাঁদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা। শৌখিন দ্রব্যের ব্যবসায়ীদের মাঝেমাঝে বাধা আসতে পারে। তবে তা সাময়িক হবে। এ বছর ব্যবসার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *