তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

তুলা

তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

শুভ রং: সাদা, বেগুনি, আকাশি
শুভ সংখ্যা: ৬
পাথর: হীরা, গোমেদ
টোটকা:

শুভ দিন : শুক্র, মঙ্গল ও বুধবার
শুভ ধাতু : প্লাটিনাম, সিসা
শুভ সঙ্গী/সঙ্গিনী : কুম্ভ, মিথুন

তুলা রাশির জাতক
তুলা জাতকেরা খুবই বুদ্ধিমান। একই সঙ্গে তারা চরমভাবে সরল। সহজেই এরা অন্যের প্রতারণার শিকার হয়। তারা কথা বলে আপনার কান পাকিয়ে ফেলবে, কিন্তু একই সঙ্গে তারা আপনার খুব ভালো শ্রোতাও হবে। তুলারা অস্থির প্রকৃতির মানুষ। কিন্তু কোনো কাজে কদাচিত্ তারা তাড়াহুড়ো করে। কথাগুলো শুনে বিভ্রান্ত হয়ে যেতে পারেন। কিন্তু এই রাশির কার্যকলাপ, বৈশিষ্ট্যের মধ্যে এত হতাশাব্যঞ্জক অসামঞ্জস্য কিংবা ধারাবাহিক স্থিরতার অভাব রয়েছে যে অন্য মানুষ তো বটেই, তারা নিজেরাও একেক সময় নিজেদের আচরণে অবাক হয়ে যায়। এই রাশির জাতকের ব্যক্তিত্বের মধ্যে এ রকম একটা সমন্বয় পাওয়া যায়, কিন্তু সেটা দিনের অর্ধেকটার জন্য। দিনের বাকি অর্ধেকটা সময় সে বিরক্তিকর, ঝগড়াটে, জিদি, অস্থির, হতাশ ও বিভ্রান্ত হয়ে থাকে। এমন কোনো তুলা জাতককেই খুঁজে পাওয়া যাবে না, যার হাসিটা এক টুকরো নরম সাদা মেঘের মতো সুশ্রী নয়। তুলারা মানুষ ভালোবাসে, কিন্তু অনেক মানুষের ভিড় তাদের অপছন্দ। শান্তির পায়রাদের মতোই সুশীলভাবে তারা অন্যদের ঝগড়া-বিবাদে মধ্যস্থতা ও মীমাংসার জন্য এগিয়ে যায়। তারা সুশীল এবং তাদের সঙ্গ আনন্দদায়ক। অনেক মানুষই আপনাকে বলবে যে, তুলা হলো ভালোবাসা, সৌন্দর্য, মিষ্টতা, আলোর রাশি। সেটা ভালো, যতক্ষণ এভাবে চলছে। কিন্তু গন্তব্যে পৌঁছাবার আগেই থেমে যাওয়া তার অভ্যাস। তুলার হাসি শক্ত একটা চকলেটকেও নিমিষে গলিয়ে দিতে পারে। আর যখন এই হাসি আপনার উপর পূর্ণ প্রভাব বিস্তার করে, তখন একদম বদখত মুখটিকেও আপনার চমত্কার সুন্দর বলে মনে হবে। প্রথমে তারা কথার ঝড় বইয়ে দেবে এবং একাই কথা বলে পুরো আলোচনাটা মুখর করে রাখবে। প্রশংসনীয় আগ্রহের সঙ্গে শ্রোতারাও মনোযোগ দিয়ে শুনবে। বলাবাহুল্য ছন্দপতনেও কোনো কমতি নেই তাদের। তুলা মাঝে মাঝে ছ্যাবলামি করে বসে, যা তার বড় দোষ। তারা অনেক সময় মানসম্মানের ধার ধারে না, বরং উল্টাপাল্টা কথা বলে বসে। সঙ্গে উল্টাপাল্টা কাজও করে। এর ফলে বেশ ঝামেলা পোহাতে হয়।

কেমন যাবে ২০২৫ সাল
এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী অনেক ক্ষেত্রেই তেমন পরিবর্তন আশা করা যায় না। পারিবারিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। পারিবারিক ক্ষেত্রে জটিল সমস্যার সমাধানে সচেষ্ট হলে সমাধান করতে সমর্থ হবেন। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা বিদ্যমান। বন্ধুদের থেকে সতর্ক থাকতে হবে। তাঁদের দ্বারা একাধিক বার অর্থক্ষতির সম্ভাবনা আছে। আবার দূরের কোনও বন্ধু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সঠিক সিদ্ধান্তের অভাবে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। বছরের শুরুতে অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা আছে। এমনকি, প্রণয়মূলক বিবাহের সম্ভাবনাও দেখা যায়। দাম্পত্য ক্ষেত্রে একাধিক বার প্রবল অশান্তির যোগ রয়েছে। বিদ্যায় বাধার কারণে আশানুরূপ সুফল লাভের আশা কম। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সচেষ্ট হলে সুফল লাভের সুযোগ আসবে। এ বছর একাধিক বার ভ্রমণের সুযোগ এসে যেতে পারে। মাতা বা মাতৃস্থানীয় কারও শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। পিতার সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে।

এ বছর শারীরিক ক্ষেত্রে সমস্যা কম হলেও পুরনো রোগ বৃদ্ধি পেতে পারে। বিশেষত মাথা ও ঘাড়ের সমস্যা বৃদ্ধি পেতে পারে। হঠাৎ বক্ষপীড়ার সম্ভাবনা দেখা যায়। পায়ে কোনও আঘাতপাপ্তির সম্ভাবনা আছে। বাত জাতীয় পীড়ায় কষ্ট পাওয়ার সম্ভাবনা। চলাফেরায় সতর্ক থাকতে হবে। এ বছর আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ আসবে। তবে নিজের ও পারিবারিক সমস্যায় অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। পুত্র বা কন্যার উন্নতির জন্য অর্থব্যয়ের সম্ভাবনা আছে। সঞ্চয়ের সম্ভাবনা রয়েছে। এ বছর চাকরি ক্ষেত্রে মাঝেমাঝে বাধার সন্মুখীন হতে হবে। কর্তৃপক্ষের কুনজরে পড়ার সম্ভাবনা আছে। তাই সতর্ক থাকতে হবে। সচেষ্ট হলে কর্মপ্রার্থীদের আশানুরূপ কর্মলাভের সম্ভাবনা আছে। চাকরির প্রয়োজনে একাধিক বার ভ্রমণের সুযোগ এসে যেতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে মাঝেমাঝে প্রবল বাধার সন্মুখীন হতে হবে। দীর্ঘমেয়াদি সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে। যৌথ সম্পত্তির ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তিক্রয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। ব্যবসার ক্ষেত্রে আশানুরূপ সুফল লাভে বাধা আসতে পারে। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হতে পারে। যাঁরা ধাতুর ব্যবসা করেন, তাঁরা অনেকাংশে লাভবান হতে পারেন। শৌখিন দ্রব্যের ব্যবসায় শুভফল পেতে পারেন। নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক হতে হবে। যাঁরা বিভিন্ন পেশায় যুক্ত, তাঁরা আশানুরূপ সুফল লাভ করতে পারেন। আমদানি-রফতানি ব্যবসায় সুফল লাভের যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *