
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং: লাল, গোলাপি, আকাশি
শুভ সংখ্যা: ৯
পাথর: রক্তপ্রবাল, ক্যাটস্ আই
টোটকা: শুভ দিন : মঙ্গল, বুধ ও রবিবার
শুভ ধাতু : তাম্র, ইস্পাত
শুভ সঙ্গী/সঙ্গিনী : কর্কট, মীন।বৃশ্চিক রাশির জাতক
বৃশ্চিক মানুষই শারীরিক দিক থেকে শক্ত-সমর্থ। তাদের শারীরিক বৈশিষ্ট্যগুলো লক্ষণীয়ভাবে দৃঢ়, তীক্ষ ও পরিষ্কার। তাদের নাক হবে খাড়া, কখনো কখনো টিয়ার ঠোঁটের মতো। সাধারণত তাদের গায়ের রং হয় মলিন, যেন প্রায় স্বচ্ছ এবং তাদের ভ্রূ মোটা। তা নাকের উপরে এসে মিলিত হয়। বৃশ্চিকের উপস্থিতিতে আপনি মৃদু কোলাহল আর তীব্র গতিময় প্রাণশক্তির আভাস পাবেন, আর সেটাই আপনার কাছে তার পরিচয় তুলে ধরবে। সে যতই শান্ত থাকতে চাক না কেন তার এই তীব্র প্রাণোদ্দীপনাকে লুকিয়ে রাখতে পারবে না। ব্যক্তিত্বের উপর বৃশ্চিকের এমন প্রবল নিয়ন্ত্রণ দেখে অনেককেই ঈর্ষাকাতরতায় ভুগতে হয়। যত তীব্রভাবেই তাদের আবেগে নাড়া লাগুক না কেন, বৃশ্চিকদের শীতল এবং ভাবলেশহীন মুখে সে ছাপ কমই দেখা যায়। এই মানুষগুলো স্বেচ্ছায় এবং গৌরবের সঙ্গেই নিজেদের মুখে ভাবলেশহীনতা ফুটিয়ে তোলে। তাদের হাসি খুব দুর্লভ, তবে সেটা নিখাদ। তাদের শরীরও তাদের অভিব্যক্তির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে। হঠাত্ করে লাফিয়ে ওঠা, হঠাত্ যাত্রা শুরু করা কিংবা ভীত আচরণ করা এসব তাদের মধ্যে দুর্লভ। বিব্রতকর পরিস্থিতিতে যেমন সে কুণ্ঠিত হয়ে উঠবে না, তেমনি অহংকার করার মতো পরিস্থিতিতে ফুলেও উঠবে না। নিজের প্রতিক্রিয়াকে সে চরমভাবে দমিয়ে রাখে, কেননা বৃশ্চিক অন্যদের স্বভাব এবং উদ্দেশ্যকেই বিরামহীনভাবে খুঁজতে থাকে। একই সঙ্গে নিজেকে অন্যের সম্ভাব্য অনুসন্ধানী চোখের দৃষ্টি থেকে মুক্ত রাখে। এ ব্যাপারে সে অত্যন্ত দক্ষ। বৃশ্চিকদের স্বাস্থ্য তাদের স্বভাবের প্রতিফলন ঘটায়। নিজের স্বাস্থ্য সে কঠোর পরিশ্রম করে কিংবা বিষণ্নতায় ভুগে নষ্ট করে ফেলতে পারে, কিন্তু জটিল কোনো রোগ থেকেও শুধু ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে সে সেরে উঠতে সক্ষম। রাশির অবস্থান তাকে কয়েকটি পথের মধ্য থেকে যেকোনো একটি বেছে নেওয়ার সুযোগ দেয়। বৃশ্চিকের স্পর্শ হতে পারে শীতল, কোমল আবার উষ্ণও। স্পর্শকাতর মনোভাব তাদের সবচেয়ে বড় দুর্বলতা। অতি সহজে তারা আঘাতপ্রাপ্ত হয় এবং পাল্টা আক্রমণ করে বসে। ফল হয় মারাত্মক!
কেমন যাবে ২০২৫ সাল
এই বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে বাধার সন্মুখীন হতে পারে। তবে তা ক্ষণস্থায়ী। পারিবারিক সমস্যায় ধৈর্য ধরে চলতে হবে। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যায়। সামাজিক ক্ষেত্রে সুফল লাভের আশা করা যায়। বন্ধুদের সাহায্য পেয়ে সামাজিক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনা আছে। এ বছর বন্ধুভাগ্য ভাল। শিক্ষা ক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হবে পারে। তবে সচেষ্ট হলে উচ্চশিক্ষায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষা ক্ষেত্রে সম্মান লাভের সম্ভাবনা আছে। পিতা-মাতার স্বাস্থের ব্যাপারে সমস্যা দেখা দিতে পারে। একাধিক বার তাঁদের রোগ বৃদ্ধি চিন্তার কারণ হতে পারে। এ বছর অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। এমনকি, প্রণয়মূলক বিবাহের সম্ভাবনাও আছে। তবে দাম্পত্য ক্ষেত্রে মাঝেমাঝে মতের অমিল হওয়ার ফলে মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। সন্তানদের স্বাস্থ্য খুব ভাল যাবে না। সন্তানদের উন্নতিতে আনন্দ লাভের সম্ভাবনা দেখা যায়। ভ্রাতা বা ভগ্নীদের সঙ্গে সম্পর্ক জটিল হতে পারে। বাসস্থান সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। এ বছর ভ্রমণের সুযোগ আসবে।
বছরটিকে শারীরিক ব্যাপারে শুভ বলা যায় না। একাধিক বার বিভিন্ন শারীরিক সমস্যা হতে পারে। চলাফেরায় সতর্ক হতে হবে। অসতর্কতায় দুর্ঘটনার সম্ভাবনা দেখা যায়। দীর্ঘস্থায়ী রোগে শয্যাশায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাত, রক্তচাপ সংক্রান্ত সমস্যা সৃষ্টি হতে পারে। পুরনো রোগবৃদ্ধির সম্ভাবনা। এ বছর শারীরিক সমস্যায় অতিরিক্ত ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। এ বছর অর্থলাভের ক্ষেত্রে সুফল লাভের সম্ভাবনা। উপার্জনের ক্ষেত্রে বহু সুযোগ পাবেন। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা দেখা যায়। এ বছর বিনিয়োগের বিষয়ে চিন্তাভাবনা করতে পারেন। এ বছর পূর্বের ন্যায় সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের আশা কম। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আত্মীয়দের সঙ্গে বিরোধের সম্ভাবনা দেখা যায়। যাঁরা নতুন সম্পত্তি ক্রয়ের চেষ্টা করছেন তাঁদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। না হলে প্রতারিত হওয়ার যোগ। চাকরিরতদের শুভফল লাভে সম্ভাবনা দেখা যাচ্ছে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সুযোগ আসতে পারে। কর্তৃপক্ষের সুনজরে আশার সম্ভাবনা দেখা যায়। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। কর্মসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি হতে পারে। এ ছাড়াও আর্থিক উন্নতির সুযোগ আসবে। এ বছর ব্যবসায় সুফল লাভের সম্ভাবনা। তবে অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সাময়িক সম্পর্কের অবনতিতে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।