
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং: নীল, কালো, আকাশি
শুভ সংখ্যা: ৮
পাথর: নীলা, গোমেদ
টোটকা:
শুভ দিন : শনি, মঙ্গল ও শুক্রবার
শুভ ধাতু : ইস্পাত, সীসা
শুভ সঙ্গী/সঙ্গিনী : বৃষ, কন্যা, মীন ও বৃশ্চিক।
মকর রাশির জাতক
মকররা দায়িত্ব এবং কর্তব্যবোধ মেনে চলতে শিখেছে আর হতাশাকেও সহ্য করে থাকতে জানে। কিছু কিছু মকরের মধ্যে নিজের উচ্চাকাঙ্ক্ষা লুকিয়ে রাখার ব্যাপারে অসতর্কতা দেখা যেতে পারে। এদেরকে শীর্ষপদে অভিষিক্ত না করা হলে কাজ করার ব্যাপারে অস্বীকৃতি জানায়। তখন সে জেদি মকর হয়ে ওঠে। সে চায় যে, মইয়ের সবচেয়ে উপরের তাকটাতেই সে দাঁড়াবে! কেননা সেখানে দাঁড়ানোর যোগ্যতা কেবল তারই আছে। শনি-শাসিত মকরের মাঝে একটা বিষণ্নতা লক্ষ করা যায়। এদের মাঝে একটা ক্ষীণ আভাস আর গাম্ভীর্যের সমন্বয় লক্ষ করা যায়। তাদের কেউই শনির প্রভাব থেকে মুক্ত নয়। এ কারণে তাদের মধ্যে খুবই নিয়মানুবর্তিতা এবং আত্ম-অস্বীকৃতির প্রবণতা লক্ষ করা যায়। তারা অবিরত অপমান, চাপ ও হতাশার বোঝা হজম করে চলে। মকররা তাদের খাড়া এবং সুন্দর আকৃতির নাকটাকে অন্যের ব্যাপারে গলায় না। সাধারণত তারা নিজেদের ব্যাপারেই নিমগ্ন থাকতে বেশি পছন্দ করে। তারা হয়তো যেচে পড়ে আপনাকে পরামর্শ দিতে যাবে না, কিন্তু আপনি যদি স্বেচ্ছায় তাদের বাস্তব অভিজ্ঞতালব্ধ জ্ঞানের ভিত্তিতে কোনো পরামর্শ শুনতে চান তাহলে তারা তাদের পরামর্শ দিতে মোটেও দ্বিধা করবে না। মকরের সবচেয়ে বড় গুণ তারা আন্দাজে কোনো কাজ করে না বা করতে চায় না। সুনির্দিষ্ট ফল চায়, কোনো কাজে নামার আগে সুচিন্তিতভাবে সে কাজের পরিণাম যাচাই করে তবেই নামে। যেসব জায়গায় নিজের যোগ্যতাবলে উপরে ওঠার সুযোগ আছে এদের টার্গেট সেসব জায়গায় প্রবেশ করা। বস হিসেবে এরা দারুণ সফল। মকর জাতক ও জাতিকাদের অধিকাংশেরই ত্বক হয় খুব সংবেদনশীল। স্নায়ুবিক চাপের দরুণ সৃষ্ট ফুটি ফুটি, অ্যালার্জি, চামড়া ওঠা এবং ত্বকের রুক্ষতা, ঘামের অস্বাভাবিকতা, অ্যাকনি এবং বড় লোমকূপের সমস্যায় তাদের ভুগতে হতে পারে। শরীরের সঙ্গে মানানসই নয় এমন খাবার গ্রহণে এবং মানসিক চাপের ফলে তাদের পরিপাকে সমস্যা দেখা দিতে পারে। তারা গভীর চিন্তাশীল মানুষ। কাজের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো তারা আগেভাগেই বুঝে ফেলতে পারে। শিক্ষা ও জ্ঞানের প্রতি মকরের আকর্ষণ দুর্নিবার।
কেমন যাবে ২০২৫ সাল
এই বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, দীর্ঘ দিনের কোনও আশা পূরণের সুযোগ আসবে। পারিবারিক ব্যাপারে আশানুরূপ সুফল আশা করা যায়। কোনও প্রভাবশালী ব্যাক্তির মাধ্যমে উন্নতি ও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা যায়। পারিবারিক ক্ষেত্রে বাধা এলেও নিজের বুদ্ধির দ্বারা সহজেই তা দূর করতে সমর্থ হবেন। আত্মীয়দের সঙ্গে মাঝেমধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার উন্নতিতে আত্মীয়রা বাধা দিতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্যের ব্যাপারে মাঝেমাঝে উদ্বেগের সম্ভাবনা দেখা যায়। শিক্ষা ক্ষেত্রে মোটামুটি সুফল লাভের সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় যথেষ্ট উন্নতির সুযোগ আসবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁরা গবেষণার সঙ্গে যুক্ত, তাঁরা আশানুরূপ সুফল পেতে পারেন। দাম্পত্য জীবনে মাঝেমাঝে সমস্যা সৃষ্টি হতে পারে। তবে তা সাময়িক। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যায়। প্রণয়মূলক বিবাহের সম্ভাবনাও রয়েছে। এ বছর সন্তানদের জন্য সুখবৃদ্ধি হতে পারে। সন্তানের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। এ বছর ভ্রমণের সুযোগ আসবে। এমনকি, বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।
এ বছর স্বাস্থ্যের ব্যাপারে মিশ্রফল লাভের সম্ভাবনা দেখা যায়। চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিক বার চোট-আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শয্যাশায়ী ও অস্ত্রোপচারের সম্ভাবনাও দেখা দিতে পারে। পুরনো রোগবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মাথা, বুকের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা। রক্তচাপ সংক্রান্ত রোগ সৃষ্টি হতে পারে। এ বছর আর্থিক ক্ষেত্রে মাঝেমাঝে সুফল লাভে করতে পারবেন। অতিরিক্ত অর্থ আয়ের সম্ভাবনা দেখা যায়। তবে মাঝে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনাও দেখা যায়। আর্থিক লেনদেনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা। পুরনো পাওনা আদায় হতে পারে। এ বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মাঝেমাঝে আত্মীয়দের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিরোধের সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে। এ বছর চাকরির ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিপ্রার্থীদের আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক বার ব্যবসার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।