
মিথুন (২২ মে – ২১ জুন)
শুভ রং: সবুজ, সোনালি, রুপালি
শুভ সংখ্যা: ৫
পাথর: পান্না, পোখরাজ
টোটকা: শুভ দিন : বুধ, শুক্র ও শনিবার
শুভ ধাতু : সোনা
শুভ সঙ্গী/সঙ্গিনী : কুম্ভ, তুলা, সিংহ।
মিথুন রাশির জাতক
মিথুন পুরুষ বা নারীকে বেশির ভাগ সময় রক্ষণশীল হিসেবে দেখা যায়। মিথুনেরা সাধারণত অন্যদের তুলনায় আকর্ষণীয়ভাবে চিকন, লম্বা, প্রাণশক্তিপূর্ণ হয়; যদি না তাদের উপর গ্রহ-নক্ষত্রের নেতিবাচক প্রভাব থাকে। লেখালেখির সঙ্গে মিথুনের একটা অদ্ভুত যোগাযোগ রয়েছে। এই রাশি নিজেই লেখালেখির ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। তাই প্রায় সব মিথুনই যেকোনো একটা বুদ্ধিদীপ্ত মন্তব্য করে বুদ্ধিমত্তার সঙ্গে আরও কিছু শব্দ সহজেই জুড়ে দিতে পারে। প্রচুর সংখ্যক মিথুন আছেন; যারা বিজ্ঞাপনচিত্র, ভাষণ, প্রামাণ্য চিত্র, নাটক, বই ইত্যাদি লেখালেখির সঙ্গে জড়িত। কিন্তু বইগুলো হবে উপন্যাস, পাঠ্যবই, বাস্তবভিত্তিক কাহিনি কিংবা জীবনবৃত্তান্ত। মিথুনেরা সন্দেহবাতিক একটু বেশি, যা অনেক সময় ভারি ঝামেলার সৃষ্টি করে। তারা ভাবগম্ভীর এবং অনেক সময় তীব্র বদমেজাজি হয়। তারা অনেকটা খেয়ালি মনোভাবের। মিথুনদেরকে কোনো মানসিক ক্ষিপ্রতার চ্যালেঞ্জ করাটা সম্পূর্ণ বৃথা, কেননা তারা কথা দিয়ে নিজেদেরকে খুব ভালোই প্রমাণ করতে পারে, আর খুব সহজেই তা করতে পারে। তারা নিজের পায়ে দাঁড়ানো অবস্থায় কিংবা অন্য যেকোনো অবস্থায়ই খুব তীক্ষভাবে বিদ্রূপাত্মক হতে পারে, আর তারা চালাকিতে প্রায় সবাইকেই ছাড়িয়ে যাওয়ার সামর্থ্য রাখে। কিছু কিছু মিথুন জাতক-জাতিকা অন্য যারা ধীর-স্থিরভাবে চিন্তা করে অভ্যস্ত তাদেরকে নিজেদের ক্ষীপ্র মানসিক ক্ষমতার দ্বারা বোকা বানিয়ে কিংবা চিন্তামগ্ন করে তুলে একধরনের দুষ্টু প্রকৃতির আনন্দ উপভোগ করে থাকে। মিথুনদের সবচেয়ে আলোচিত বিষয় হলো দ্বৈততা। তারা দুটো কাজ একসঙ্গে খুব সহজেই করতে পারে। প্রত্যেক মিথুনের মধ্যেই নিজেদের ভেতরের আসল লক্ষ্য আর উদ্দেশ্যকে চেপে রাখার একটা দৃঢ় সংকল্প থাকে।
কেমন যাবে ২০২৫ সাল
এ বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী পারিবারিক ক্ষেত্রে একাধিক বার বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক ক্ষেত্রে প্রভাব বৃদ্ধির সম্ভাবনা থাকলেও একাধিক বার শত্রুতার সম্মুখীন হওয়ার যোগ রয়েছে। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। বিভিন্ন ক্ষেত্রে আত্মীয়দের সহযোগিতা বৃদ্ধি হবে। এ বছর বন্ধুভাগ্য মোটামুটি। বন্ধুরা যথেষ্ট সাহায্য করবেন। পিতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। বিদ্যায় আশানুরূপ সাফল্য পেতে পারেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে যথেষ্ট উন্নতির সুযোগ ও সম্মান লাভের সম্ভাবনা আছে। শিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যায়। যারা বিজ্ঞান বিষয়ক শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের আশাতীত সাফল্য লাভের সম্ভাবনা। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে। সন্তানদের আশানুরূপ উন্নতির সম্ভাবনা। এ বছর একাধিক বার ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।
এ বছর স্বাস্থ্যের ব্যাপারে মিশ্র ফলযুক্ত। সুতরাং, স্বাস্থ্যের ব্যপারে সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক ব্যাপারে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পত্তি ক্রয়ের জন্য সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। আয়-ব্যয়ের মধ্যে সমতা বজায় থাকবে। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই। অর্থ উপার্জনে যথেষ্ট শ্রম দিতে হতে পারে। পাওনা অর্থ আদায় হতে পারে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল পেতে পারেন। নতুন সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা দেখা যায়। পুরনো সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে। অংশীদারি সম্পত্তির ক্ষেত্রে শরিকের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা দেখা যায়। এ বছর চাকরি ক্ষেত্রে যথেষ্ট সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। চাকরি ক্ষেত্রে পদোন্নতি। চাকরি সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মপ্রার্থীদের আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা। সচেষ্ট হলে প্রতিযোগিতা মূলক ক্ষেত্রে সাফল্য আসবে। সহকর্মীদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার যোগ রয়েছে। এ বছর ব্যবসায় আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। নতুন ব্যবসায় বিনিয়োগ করলে লাভবান হবেন। অংশীদারি ব্যবসায় অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যাঁরা আমদানি-রফতানি ব্যবসায় যুক্ত, তাঁরা যথেষ্ট সফল হবেন। ছোট ব্যবসায়ীরা আশানুরূপ উন্নতির সুযোগ পাবেন। এ বছর ব্যবসার দ্বারা ভাগ্যোন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসা সূত্রে ভ্রমণের সম্ভাবনাও দেখা যায়।