
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং: সোনালি, ফিরোজা, গৈরিক
শুভ সংখ্যা: ৩
পাথর: পোখরাজ, চুনি
টোটকা: শুভ দিন : বৃহস্পতি, শুক্র ও বুধবার
শুভ ধাতু : রুপা।
শুভ সঙ্গী/সঙ্গিনী : কর্কট, বৃশ্চিক।মীন রাশির জাতক
মীনের স্বভাবে অন্যান্য রাশিগুলোর বৈশিষ্ট্যের মিশ্রণ থাকে, আর সেটা বহন করা একজন মীন জাতকের পক্ষে যথেষ্ট কঠিন হয়ে দাঁড়ায়। যত বেশি শৈল্পিক ও সৃষ্টিশীল পরিবেশ হবে, যত বেশি অবসর এবং দুর্বোধ্য পরিবেশ হবে তত বেশি এমন স্থানে মীনকে খুঁজে পাওয়া যাবে। বিয়ের সূত্রে কিংবা উত্তরাধিকার সূত্রে না পেলে মীনদের মধ্যে কাড়ি কাড়ি টাকাওয়ালা মানুষ তেমন একটা নেই। তাই বলে টাকার বিরুদ্ধে তাদের কোনো ক্ষোভ নেই। আর দশটা রাশির মানুষরা যাকে পুরোনো কয়েন হিসেবে বিবেচনা করেন, মীন সেগুলো আনন্দ সহকারে গ্রহণ করে নিজের কাছে স্বযত্নে সাজিয়ে রাখবে। নেপচুনসুলভ বৈশিষ্ট্যের অধিকারী যেকোনো হূদয় সাধারণত লোভহীন হয়। মীনও তার ব্যতিক্রম নয়। তবে তাদের মধ্যে তীব্রতার অভাব লক্ষ্য করা যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এরা ভবিষ্যতের ব্যাপারে পুরোপুরি পরোয়াহীন হয়। আশপাশের সবাই যখন মাথা গোঁজার ঠাঁই খুঁজতে ফ্ল্যাটের দাম কমলো কী বাড়লো সেই চিন্তাতে অধীর, মীন হয়তো তখন ভাবছেন নিজের পছন্দের কোনো পারফিউম একটা এক্সট্রা কিনে রাখার কথা। বর্তমানকে ঠাণ্ডা মাথায় মেনে নেওয়ার ক্ষমতা রয়েছে। মীনের কল্পনাশক্তি ও বুদ্ধিমত্তা যেখানে প্রয়োগের সুযোগ আছে সেখানে মীন দারুণ জনপ্রিয়তা অর্জন করতে পারে। এদের শৈল্পিক প্রতিভা অসাধারণ। যুক্তি প্রয়োগে কোনো জিনিস অনুধাবনের চেয়ে সামান্য মনোযোগেই তারা অনেক জটিল সমস্যার গভীরে প্রবেশ করতে পারে। তারা বিশ্বস্ত, গৃহবিমুখী, দয়ালু ও সংযমী। নতুন নতুন আইডিয়া তাদের মাথা থেকে বের হয়। আন্তরিক আচরণ ও অলসতাপূর্ণ ভালোমানুষীর কারণে তারা সবাই খুব দ্রুত সবার প্রিয় মানুষটি হয়ে ওঠেন। নিজেদের স্বপ্ন এবং জীবনযাপনের ব্যাপারে নিজস্ব স্টাইলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছাড়া অন্য সব বাধার ব্যাপারেই তারা খুবই নির্লিপ্ত। অপমান, অপবাদ, ঝগড়া-বিবাদ এসব ব্যাপারেও তারা একেবারেই ভাবলেশহীন। মীন হলো অন্য রাশিগুলোর বৈশিষ্ট্য নিয়ে গঠিত একটি জটিল রাশি।
কেমন যাবে ২০২৫ সাল
এই বছর গ্রহসন্নিবেশ অনুযায়ী দেখা যায় যে, দীর্ঘ দিনের কোনও আশা পূরণের সুযোগ আসবে। পারিবারিক ব্যাপারে আশানুরূপ সুফল আশা করা যায়। কোনও প্রভাবশালী ব্যাক্তির মাধ্যমে উন্নতি ও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা যায়। পারিবারিক ক্ষেত্রে বাধা এলেও নিজের বুদ্ধির দ্বারা সহজেই তা দূর করতে সমর্থ হবেন। আত্মীয়দের সঙ্গে মাঝেমধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে। আপনার উন্নতিতে আত্মীয়রা বাধা দিতে পারেন। পিতা-মাতার স্বাস্থ্যের ব্যাপারে মাঝেমাঝে উদ্বেগের সম্ভাবনা দেখা যায়। শিক্ষা ক্ষেত্রে মোটামুটি সুফল লাভের সম্ভাবনা আছে। উচ্চশিক্ষায় যথেষ্ট উন্নতির সুযোগ আসবে। বিদেশে উচ্চশিক্ষার জন্য ভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁরা গবেষণার সঙ্গে যুক্ত, তাঁরা আশানুরূপ সুফল পেতে পারেন। দাম্পত্য জীবনে মাঝেমাঝে সমস্যা সৃষ্টি হতে পারে। তবে তা সাময়িক। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা দেখা যায়। প্রণয়মূলক বিবাহের সম্ভাবনাও রয়েছে। এ বছর সন্তানদের জন্য সুখবৃদ্ধি হতে পারে। সন্তানের আশানুরূপ উন্নতির সম্ভাবনা দেখা যায়। এ বছর ভ্রমণের সুযোগ আসবে। এমনকি, বিদেশ ভ্রমণের সম্ভাবনা দেখা যায়।
এ বছর স্বাস্থ্যের ব্যাপারে মিশ্রফল লাভের সম্ভাবনা দেখা যায়। চলাফেরায় সতর্কতা অবলম্বন করতে হবে। একাধিক বার চোট-আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। শয্যাশায়ী ও অস্ত্রোপচারের সম্ভাবনাও দেখা দিতে পারে। পুরনো রোগবৃদ্ধির সম্ভাবনা রয়েছে। মাথা, বুকের রোগে কষ্ট পাওয়ার সম্ভাবনা। রক্তচাপ সংক্রান্ত রোগ সৃষ্টি হতে পারে। এ বছর আর্থিক ক্ষেত্রে মাঝেমাঝে সুফল লাভে করতে পারবেন। অতিরিক্ত অর্থ আয়ের সম্ভাবনা দেখা যায়। তবে মাঝে হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনাও দেখা যায়। আর্থিক লেনদেনের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা। পুরনো পাওনা আদায় হতে পারে। এ বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে সুফল লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে মাঝেমাঝে আত্মীয়দের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিরোধের সম্ভাবনা দেখা যায়। নতুন সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। পুরাতন সম্পত্তি সংক্রান্ত সমস্যা বৃদ্ধি পেতে পারে। এ বছর চাকরির ক্ষেত্রে কিছু উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিপ্রার্থীদের আশানুরূপ সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। ব্যবসার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। একাধিক বার ব্যবসার পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে। অংশীদারি ব্যবসায় সুফল লাভের সম্ভাবনা দেখা যায়। নতুন ব্যবসায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।